রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি রুই মাছ । সকালে ফেরিঘাটের উজানে গুরুদেব হালদার নামক এক জেলের জালে এই বিশাল আকারের রুই মাছটি উঠে আসে ।
তার কাছ থেকে ২,৫৫০ টাকা কেজি ধরে ৩৫,৭০০ টাকায় কিনে নেন দৌলদিয়া ঘাটের মৎস্য ব্যবসায়ী চান্দু মিয়া ।পরে মাছটি বিক্রির জন্য ঢাকায় পাঠান তিনি ।