প্রতারণার অভিযোগে গ্রেপ্তার মডেল রুমানা কারাগারে

0
7

প্রতারণা করে সৌদি প্রবাসীর কাছ থেকে দেড় কোটি টাকার বেশি হাতিয়ে নেয়ার মামলায় গ্রেফতার অভিনেত্রী রোমানার রিমান্ড না মঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন সিএমএম আদালত । শুক্রবার বিকেলে এই আদেশ দেয়া হয় । এর আগে বৃহস্পতিবার লালমাটিয়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ।

অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা । ২০১৫ সালে স্বর্ণা অভিনীত সিনেমা মুক্তি পায় । এছাড়া একাধিক বিজ্ঞাপনের মডেলও ছিলেন ।

২০১৮ সালে সৌদি প্রবাসী কামরুল হাসানের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় । ২০১৯ সালের মার্চে তারা বিয়ে করেন । এরপর কামরুল সৌদি আরব চলে যান । গাড়ি ও ফ্ল্যাট কেনা এবং ব্যবসা করাসহ নানা অজুহাতে কামরুলের কাছ থেকে হাতিয়ে নেন এক কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা । পুলিশ বলছে , সম্প্রতি কামরুল দেশে ফিরলে স্বর্ণা জানান , কামরুলকে অনেক আগেই তালাক দিয়েছেন ।

এ নিয়ে বাড়াবাড়ি করলে হুমকিও দেয়া হয় । এরপর কামরুল মোহাম্মদপুর থানায় মামলা করেন । বৃহস্পতিবার লালমাটিয়ার বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ । শুক্রবার বিকেলে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড চায় পুলিশ । তবে আদালত রিমান্ড না মঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন ।

রোমানা সম্পর্কে প্রতারণার নানা অভিযোগ তুললেও আদালতে কোন দালিলিক প্রমাণ দেখাতে পারেন নি বাদীপক্ষ । আর আসামিপক্ষও তালাকের কোন কাগজ দেখাতে পারেননি ।