দিনাজপুরের খানসামায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুলাই) উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনিয়ার আফাউল্লাহ ডাক্তার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মোহাম্মদ সিয়াম হোসেন (২)। সে উপজেলার কাচিনিয়ার আফাউল্লাহ ডাক্তার পাড়ার জাকিরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির উঠানে খেলা করছিল সিয়াম। এসময় সে বাড়ির সামনে পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির পর সকাল ৯টার দিকে তাকে পুকুরে ভাসতে দেখা যায়।
এসময় তাকে উদ্ধার করে উপজেলা পাকেরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাবকী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/জেডএইচ/এমএস