ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চালকের গলিত মরদেহ উদ্ধার

0
2


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিজ বাসা থেকে এনামুল হক (৪৭) নামে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে পৌর এলাকার মসজিদপাড়ার একটি বাসা থেকে তার মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এনামুল পেশায় সহকারী ট্রেন চালক ছিলেন। তিনি কুষ্টিয়ার মীরপুর বারুইপাড়ার লুৎফুর রহমানের ছেলে।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, এনামুল হক একাই মসজিদপাড়ায় বাসা ভাড়া করে থাকতেন। গত কয়েকদিন তিনি বাসা থেকে বের হননি। বৃহস্পতিবার রাতে বাসার দরজা বন্ধ ও ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয় বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, ধারণা করা যাচ্ছে ৪/৫দিন আগেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ, তা ময়নাতদন্ত রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।

আবুল হাসনাত মো. রাফি/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।