টিভিতে যেভাবে দেখবেন ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

0
2


দেশের জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’। ঈদুল আজহায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে ধারাবাহিকটির পঞ্চম কিস্তি। বরাবারে মতো এবারও মুক্তির পর দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত সিরিজটি। প্রথম দিকেই শোনা গিয়েছিল, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর পাশাপাশি তা টিভি পর্দাতেও দেখা যাবে।

এবার ভক্তদের সেই অপেক্ষাই ফুরাতে চলল। শিগগিরই চ্যানেল আইয়ের পর্দায় আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’।

বুধবার (২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়, আগামী ১০ জুলাই থেকে প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে দর্শকরা ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের সিজন ৫ উপভোগ করতে পারবেন। ১২০ পর্বের এ ধারাবাহিকের প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ২০ মিনিট করে।

এ ছাড়া প্রচারের দিন ভোর রাত ৩টা ৪০ মিনিটে প্রথম পুনঃপ্রচার এবং পরদিন সকাল ১১টা ৩০ মিনিটে নাটকটি দ্বিতীয়বার পুনঃপ্রচার করবে চ্যানেল আই।

ব্যাচেলর পয়েন্ট নাটকের পঞ্চম কিস্তিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, সাবিলা নূর, শিমুল শর্মা, লামিমা লাম, আব্দুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ।

এমআই/এলআইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।