প্রবাদ আছে ‘ আম লিচুতে ভরপুর , জেলার নাম দিনাজপুর ‘ । লাভজনক হওয়ায় গত দেড় যুগ ধরে অন্যান্য ফসলের চেয়ে আম – লিচু আবাদে ঝুঁকেছেন কৃষকেরা । মুকুল ভালো আসায় , এবার ভালো ফলনের সম্ভাবনা দেখছেন তারা ।বসন্ত বাতাসে দুলছে আমের মুকুল লিচু গাছগুলো ও দিছে ভালো ফলনের আগাম বার্তা ।
গাছে মুকুল ধরে রাখতে দিনাজপুরের কৃষক ও ব্যবসায়ীরা পরিচর্যা শুরু করেছেন । বড় ধরনের ঝড় বা তাপ না হলে এবার মুকুলের মতোই গাছ ভর্তি ফল পাওয়া যাবে ।
স্থানীয় এক ফলচাষী বলেন , অন্যান্য বারের চেয়ে এবার ফলন খুব ভালো । মুকুল ভালো দেখা যাচ্ছে । এখন যদি প্রকৃতির কোনো দূর্যোগ না হয় । তাহলে আশা করছি আমরা একটা বিপুল পরিমাণে লিচু উৎপাদন হওয়ার সম্ভাবনা আছে ।
আরো এক আম চাষী বলেন , এবারে আমের মুকুল আল্লাহর রহমতে ভালোই আসছে । যদি আবহাওয়া বহাল থাকো , কোনো রকম প্রাকৃতিক কিছু না হয় । তাহলে আশা করি ভালো ফল পাবো ।
তবে অন্যদিকে ভালো ফলনের সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ ও । ফলন বাড়াতে চাষীরা যাতে ক্ষতিকারক রাসায়নিক প্রয়োগ না করে যেজন্য চলছে প্রচার-প্রচারণা ।