রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে হুংকার!

0
3
রাজশাহীতে বিএনপির সমাবেশ

এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। বরং কঠোর আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে কর্মীদের আহ্বান জাযনিয়েছেন বিএনপি নেতারা। রাজশাহীতে দলের বিভাগীয়  সমাবেশে বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতি, লুটপাট, অর্থপাচার আর নির্যাতনের অভিযোগ করেন নেতারা।

বলেন এ বছরই সরকারের শেষ বছর। আরো জানান, তারেক রহমানের নির্দেশনা এলে সংসদও বর্জন করবে বিএনপি। বিএনপির পূর্ব নির্ধারিত জনসভার একদিন আগে থেকেই রাজশাহীর সঙ্গে বিভিন্ন জেলার পরিবহন বন্ধ করেন মালিক শ্রমিকরা। তার উপর অনুমতি দেয়ার সময় পুলিশ শর্ত বেঁধে দেয় খোলা মাঠে নয়, আবদ্ধ স্থানে করতে হবে জনসভা। তাই সরকারের বিরুদ্ধে ক্ষোভ থাকলেও নগরীর এক কনভেনশন সেন্টারের ভিতরে বাঁধা পেরিয়ে আসা নেতাকর্মীদের সমাগম নিয়ে সন্তুষ্ঠ নেতারা।

বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতি, লুটপাট আর টাকা পাচারের অভিযোগ তুলে ধরেন বিএনপি নেতারা। বলেন এসব কিছুর জবাব দেয়া হবে আন্দোলনে। সরকারের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ এনে বক্তারা বলেন এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে বিএনপি যাবে না।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়ে বিএনপি নেতারা অভিযোগ করেন মাফিয়াদের বিরুদ্ধে কেউ যাতে কথা বলতে না পারে সে জন্যই এই আইন।

জনসভার শেষ পর্যায়ে প্রধান অথিতি হিসেবে দলটির স্থায়ী কমিটির সদস্য বলেন সরকারের সময় ফুরিয়ে এসেছে। তিনি কঠোর আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।