জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষক এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) তিন নেতার ওপর ছাত্রদলের হামলার ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ বেশ কয়েকটি ভবনের ফটকে তালা ঝুলিয়ে স্লোগানে মুখর হয়ে ওঠেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘মাইর হবে ওপেনে, বিচার হবে গোপনে’, ‘প্রশাসনের প্রহসন মানি না, মানব না’ সহ নানা প্রতিবাদী স্লোগান দেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষক ও বাগছাস নেতাদের ওপর সবার সামনে হামলা হলেও তদন্ত কমিটি প্রধান অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে এবং গোপনে কিছু সিদ্ধান্ত নিয়ে ঘটনাকে ধামাচাপা দিতে চাচ্ছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফেরদৌস শেখ বলেন, আমাদের শিক্ষক ও সহপাঠীদের ওপরে প্রকাশ্যে হামলা হয়েছে। অথচ প্রশাসন সেই হামলাকারীদের নাম প্রকাশ না করে গোপনে শাস্তির চেষ্টা করছে। যা একদিকে হাস্যকর, অন্যদিকে সন্দেহজনক।
এর আগে, বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদের ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ তুলে মারধর করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এ কে এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলাম তাকে রক্ষা করতে গেলে তাদের গালিগালাজ ও হামলা করেন ছাত্রদলের নেতকর্মীরা। একই সঙ্গে শাখা বাগছাস সভাপতি, মুখ্য সংগঠক ও যুগ্ম-আহ্বায়ক মো. ফয়সাল মুরাদ, ফেরদৌস হাসান এবং ফারুককে ছাত্রলীগ ট্যাগ দিয়ে তাদের ওপরও হামলা ও মারধর শুরু করেন তারা।
টিএইচকিউ/এএমএ