ইয়াবাসহ ‘ছাত্রদল নেতা’ গ্রেফতার

0
4


নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের অভিযানে ছাত্রদল নেতাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২১ জুন) সকালে আড়াইহাজার সদর পৌরসভার গাজীপুরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন আড়াইহাজারের নাগেরচর এলাকার জামালের ছেলে জাইফুল ইসলাম রাহুল (২০) ও মারুয়াদী এলাকার আওলাদ হোসেনের ছেলে তুসিম রহমান জয় (২০)। তাদের মধ্যে জাইফুল ইসলাম রাহুল সরকারি সফর আলী কলেজের ছাত্র সংসদের সম্ভাব্য ভিপি পদপ্রার্থী।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ জিকু বলেন, ‌জাইফুল ইসলাম বিগত সময়ে ছাত্রলীগ করতেন। পরিবর্তিত পরিস্থিতির পর থেকে একজন প্রভাবশালী নেতার আশ্রয়ে ছাত্রদল নেতা হিসেবে পরিচয় দেন। তিনি আগামী দিনে সরকারি সফর আলী কলেজের ছাত্র সংসদের সম্ভাব্য ভিপি পদপ্রার্থী।

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) সৈকত বলেন, দুজনের দেহ তল্লাশি করলে জয়ের কাছ থেকে ১৫ পিস এবং রাহুলের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বহনকারী মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।