ঈদে ১০ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর

0
0


ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর।

সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল সই করা এক পত্র থেকে এ বিষয়টি জানা গেছে।

পত্রে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ৫ জুন (বৃহস্পতিবার) থেকে ১৪ জুন (শনিবার) পর্যন্ত সব প্রকার আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ১৫ জুন থেকে স্থলবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।

ভূরুঙ্গামারী সোনাহাট স্থল শুল্ক স্টেশনের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন জানান, বৃহস্পতিবার থেকে ১৪ জুন পর্যন্ত মোট ১০দিন সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। ১৫ জুন থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।

রোকনুজ্জামান মানু/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।