আবার ও জয়ী হলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান | Moulvibazar

0
6

মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোঃ ফজলুর রহমান (নৌকা মার্কা) প্রতীক নিয়ে আবার ও দ্বিতীয় বারের মত জয় অর্জন করেছেন । তিনি পেয়েছেন ১৩ হাজার ৬ শত ৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে আবার ও পুনরায় মৌলভীবাজার পৌরসভার নির্বাচিত হয়েছেন তিনি ।

অপরদিকে প্রতিদ্বন্দ্বী অলিউর রহমান বিএনপি প্রার্থী (ধানের শীর্ষ) ৩ হাজার ৭ শত ৩০ ভোট পেয়েছেন ।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮ টা – বিকাল ৪ টা পর্যন্ত শান্তিমূখর পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছিল । ভোটারদের ব্যাপক উপস্থিতির মধ্যদিয়ে ভোট গ্রহণ শেষ হয় ।

বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের সাথে কথা বললে জানা যায় , মানুষের মধ্যে একটা ছিল শঙ্কা । কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ছিল নজরদারী ও বেশ তৎপর । এ জন্য মানুষ ভোটকেন্দ্রে সকাল থেকেই উপস্থিত হচ্ছেন । মনে হচ্ছে পরিবেশ শান্তিপূর্ণই থাকবে ।