নাটোরের লালপুরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সেনাবাহিনীর অভিযানে চারজনকে আটক করা হয়েছে। এসময় জব্দ হয়েছে একটি ড্রেজার ও দুটি বালুবোঝাই ট্রলার।
শুক্রবার (২ মে) বিকেলে উপজেলার পদ্মা নদীর চরদিয়াড় বাহাদুরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন- পাবনার ভাঙ্গুড়া উপজেলার মুন্ডুমালা গ্রামের রুস্তম খাঁর ছেলে রাকিবুল (২২) ও রবিউল (৩০), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিদকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে খোকন (৩৫) ও ফিয়াদকান্দি গ্রামের শহিদুল ইসলামের ছেলে শাহামুদ্দিন (১৯)।
তাদের মধ্যে তিনজনকে এক মাস ও রবিউলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজিজুল কবিরের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সাজার আদেশ দেন।
লালপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজিজুল কবির় এ তথ্য নিশ্চিত করেছেন।
রেজাউল করিম রেজা/এমকেআর