বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
পাকিস্তানের পদক্ষেপে পিছু হটলো ভারতের যুদ্ধবিমান
জুম্ম ও কাশ্মীর সীমান্তে ভারতের রাফায়েল যুদ্ধবিমান টহল দিতে গিয়ে পিছু হটতে বাধ্য হয়েছে। পাকিস্তানের বিমান বাহিনীর দ্রুত পদক্ষেপে এ ঘটনা ঘটে।
ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ
পহেলাগামে হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা বাড়ছে। আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময় পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত। এমন পরিস্থিতিতে পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা (পিআইএ) স্কার্দু ও গিলগিটগামী দশটি নির্ধারিত ফ্লাইট বাতিল করেছে।
ভারত ৩৬ ঘণ্টার মধ্যে হামলা চালাতে পারে: পাকিস্তান
ভারত ৩৬ ঘণ্টার মধ্যে হামলা চালাতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। এ বিষয়ে বুধবার (৩০ এপ্রিল) সকালে তিনি বলেন, বিশ্বাসযোগ্য গোয়েন্দা প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে যে, ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে।
দ্য ইকোনমিস্টের সম্পাদকীয়/ ভারতকে অবশ্যই কাশ্মীর হামলায় পাকিস্তান জড়িতের প্রমাণ দিতে হবে
ভারতশাসিত কাশ্মীরে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ভারত প্রত্যেক সন্ত্রাসী ও তাদের মদতদাতাদের খুঁজে বের করবে এবং শাস্তি দেবে।
ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন?
সম্প্রতি ভারতশাসিত কাশ্মীরে হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। গত ২২ এপ্রিল পহেলগামের বৈসরণ উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ২৬ পর্যটকের মৃত্যু হয়। ওই হামলার জন্য নয়াদিল্লি শুরু থেকেই ইসলামাবাদকে দোষারোপ করে আসছে, যদিও এ বিষয়ে তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি।
ইমরান খানকে মুক্তি দিয়ে জাতীয় ঐক্যের আহ্বান পিটিআইয়ের
কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক বন্দুক হামলার পরিপ্রেক্ষিতে ভারত-পাকিস্তান উত্তেজনা ক্রমশ বেড়ে চলেছে। এমন সংকটময় মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের প্রতি ইমরান খানের মুক্তি ও সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। ফলে তেলের দামে গত তিন বছরের মধ্যে মাসিকিভিত্তিতে সবচেয়ে বড় পতন হয়েছে। মূলত বাণিজ্যযুদ্ধের কারণে তেলের চাহিদা কমার ইঙ্গিত রয়েছে। তাই এক্ষেত্রে পতন অব্যাহত রয়েছে।
ট্রাম্পের শুল্কে যুক্তরাষ্ট্রের আয় কতটা বাড়লো?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, তার আরোপিত শুল্ক থেকে যুক্তরাষ্ট্র প্রতিদিন ২০০ কোটি ডলার আয় করছে। তবে মার্কিন বাণিজ্য দপ্তরের তথ্য বলছে, ওই সময় দেশটির প্রকৃত আয় ছিল দৈনিক মাত্র ১৯ কোটি ২০ লাখ ডলার।
ইউরোপে টিকে থাকার লড়াইয়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বেশিরভাগ দেশের সরকার মুক্ত গণমাধ্যম চর্চায় বাধা সৃষ্টি করছে, গণমাধ্যমের স্বাধীনতাকে দুর্বল করে তুলছে। এতে ইউরোপে গণমাধ্যমের বহুত্ববাদ ও স্বাধীনতা আশঙ্কাজনকভাবে কমতে শুরু করেছে। এমনকি কিছুক্ষেত্রে গণমাধ্যমের অস্তিত্বই সংকটে পড়েছে। সম্প্রতি ইউরোপের মানবাধিকার সংস্থা সিভিল লিবার্টিজ ইউনিয়নের (লিবার্টিজ) এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
কলকাতায় হোটেলে আগুন, নিহত ১৪
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। রাজ্যের কেন্দ্রে অবস্থিত বড়বাজারের মেছুয়ার ফলপট্টির একটি হোটেলে মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে ওই অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, মধ্য কলকাতার একটি হোটেলে আগুন লেগে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে।
কেএএ/এমএস