কলেজ শিক্ষার্থীদের বোর্ড-ছবি-গ্রুপ পরিবর্তনের সময় বাড়লো

0
0


একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য অনলাইনে ট্রান্সফার সার্টিফিকেট (ই-টিসি) নেওয়া এবং বোর্ড পরিবর্তনের ছাড়পত্রের (বিটিসি) আবেদনের সময় বাড়ানো হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনের মধ্যেমে টিসি/বিটিসি কার্যক্রম আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

আর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের টিসি/বিটিসি, বিষয়, গ্রুপ, ছবি পরিবর্তন, ভর্তি বাতিল আগামী ১৫ মে পর্যন্ত চলবে। অনলাইন কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগের কোনো প্রয়োজন নেই বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এএএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।