বদলির প্রলোভনে প্রাথমিক শিক্ষকদের কাউকে ঘুস না দিতে সতর্কবার্তা

0
2


বদলির আবেদনের প্রক্রিয়া চলাকালীন বিভিন্ন এলাকায় ‘বদলির প্রলোভন’ দেখিয়ে প্রাথমিকের সহকারী শিক্ষকদের কাছ থেকে ঘুস আদায়ের অভিযোগ উঠেছে একটি প্রতারকচক্রের বিরুদ্ধে। এ অবস্থায় শিক্ষকদের জরুরি সতর্কবার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসার মো. রোকনুজ্জামানের সই করা এক অফিস আদেশে এ বার্তা দেওয়া হয়।

এতে বলা হয়, একটি প্রতারকচক্র অসৎ উদ্দেশ্যে বিশাল অংকের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। শিক্ষক বদলি সংক্রান্ত কার্যক্রম প্রশাসন বিভাগের আওতাভুক্ত নয়। তাই সব শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের এমন প্রতারণামূলক যোগাযোগ থেকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হলো। কেউ প্রতারণার আশ্রয় নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সতর্কবার্তায় অধিদপ্তর জানিয়েছে, একজন ব্যক্তি অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) পরিচয়ে ফোন করে ২০ জনের কম শিক্ষার্থী আছে—এমন বিদ্যালয়ের শিক্ষকদের বদলির জন্য ৩০ হাজার টাকা দাবি করছেন। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ওই নম্বরটি অধিদপ্তরের কোনো কর্মকর্তা বা কর্মচারীর নয় এবং এ ধরনের কার্যক্রমের সঙ্গে প্রশাসন বিভাগের কোনো সংশ্লিষ্টতা নেই।

এএএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।