ভারতের প্রজাতন্ত্র দিবসে আগামীকাল ট্রাক্টর র্যালি করবেন আন্দোলনরত কৃষকরা। বিভিন্ন রাজ্য থেকে মুম্বাইয়ের আজাদ ময়দানে তারা জড়ো হচ্ছে। সেখান থেকে ট্রাক্টর বা পায়ে হেঁটে রাজধানীতে প্রবেশ করবেন তারা।
ভারতীয় গণমাধ্যম বলছে, মিছিলের জন্য প্রায় ১৫ হাজার ট্রাক্টর জড়ো করা হয়েছে। কৃষকদের বক্তব্য প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে তারা কোনো সমস্যা করবেন না।
নয়া দিল্লির নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে অতিরিক্ত নিরাপত্তা কর্মী। কৃষকদের অভিযোগ আন্দোলন ঠেকাতে জ্বালানি বিক্রির উপর নিষেধাজ্ঞা দিয়েছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিথ্যনাথ।
বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে প্রায় তিন মাস ধরে বিক্ষোভে উত্তাল ভারত।