ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী গ্রেফতার

0
0


রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে মারধরের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর।

গ্রেফতাররা হলেন—ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আরিফুল ইসলাম রনি, একই বিভাগের এসএম তামিম বীন ইউসুফ ওরফে অপূর্ব, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মো. হাসিব আল হাসান এবং নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাইমুর রহমান দুর্জয়।

পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাট এলাকায় আড্ডা দিচ্ছিলেন এনসিপির কয়েকজন নেতাকর্মী। এ সময় একটি মোটরসাইকেলের হেডলাইট চোখে পড়াকে কেন্দ্র করে এনসিপি কর্মীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে ১০ থেকে ১৫ জনের একটি দল জাকি সুমন ও মিরাজ মেহরাব তালুকদার পিয়াস নামে এনসিপির দুই নেতাকে বেধড়ক মারধর করেন। এতে তাদের মুখে গুরুতর জখম হয়। পরে তারা শাহবাগ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে চারজনকে গ্রেফতার করে।

ঘটনার বিষয়ে এনসিপি নেতা মিরাজ মেহরাব জাগো নিউজকে বলেন, আমরা ‘লাল জুলাই’ নামে একটি ফটো অ্যালবাম বের করেছি। যেখানে অভ্যুত্থানের ৩৬ দিনের ফটোর সংকলন করা হয়েছে। সেখানে নাকি আক্রমণকারীদের নাম আছে বলে জাকি ভাইকে তারা চার্জ করতে থাকে। পরবর্তীতে জাকি ভাই আমাদে কল দিলে, আমরা সেখানে যাই। আমাদের ওপরও আক্রমণ করে তারা।

মিরাজ দাবি করেন, তিনি আক্রমণকারী কাউকে চেনে না। আগে কখনো তাদের দেখেননি।

শাহবাগ থানার ওসি খালিদ মুনসুর বলেন, ‘এ ঘটনায় একটি মামলা হয়েছে। প্রাথমিকভাবে চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পদক্ষেপের ব্যাপারে জানতে চাইলে প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জাগো নিউজকে বলেন, সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের এলাকা। সেখানে মারপিটের ঘটনা ঘটেছে এবং আক্রান্ত ব্যক্তি শাহবাগ থানায় মামলা করেছেন। এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়ার কোনো সুযোগ নেই। তবে আমাদের কাছে যদি কেউ অভিযোগ করতো, সেক্ষেত্রে সেটি আমরা দেখতাম।

এফএআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।