সিরাজগঞ্জের তাড়াশে দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে একটি কেন্দ্রের সাত পরীক্ষার্থীর পাঁচজনকেই বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলার ফাজিল মাদরাসা কেন্দ্রে এই বহিষ্কারের ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দাখিল পরীক্ষার্থীদের বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত পরীক্ষা চলছিল। এসময় জানতে পারি ওই কেন্দ্রে শিক্ষার্থীরা অসদুপায় অবলম্বন করছে। পরে কেন্দ্রে গিয়ে সাতজন পরীক্ষার্থীর মধ্যে পাঁচজনকেই বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্র সচিব সাদিকুল ইসলাম জানান, পরীক্ষার্থী কম থাকায় দুজন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু ছাত্ররা শিক্ষকদের নির্দেশ না শুনে অসদুপায় অবলম্বন করে। পরে বিষয়টি ইউএনওকে জানালে তিনি দ্রুত কেন্দ্রে গিয়ে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।
এম এ মালেক/এসআর/জেআইএম