স্থানীয় সরকার সংস্কার কমিশন দীর্ঘ মেয়াদে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর জন্য দ্বি-স্তর বিশিষ্ট মহানগর সরকার সৃষ্টির ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে। মধ্য মেয়াদে অন্যান্য সিটি করপোরেশনের মহানগর সরকার সৃষ্টির পরীক্ষা নিরীক্ষা হতে পারে বলে অভিমত দেওয়া হয়।
রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে স্থানীয় সরকার কমিশনের প্রতিবেদন দাখিল পরবর্তী এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ এ কথা বলেন।
তিনি বলেন, দেশের প্রশাসনিক রাজধানী ও বাণিজ্যিক রাজধানী এর দুই মহানগর ব্যবস্থাপনায় বর্তমান সিটি করপোরেশন কাঠামো ও কার্যাবলী পর্যাপ্ত যথেষ্ট নয়। ঢাকার দুই সিটি করপোরেশনকে একত্রিত করে একটি বৃহত্তর ঢাকা মহানগরী কাউন্সিল এবং পুরো ঢাকা শহরাঞ্চলজুড়ে ২০টি সিটি কাউন্সিল গঠিত হতে পারে।
একইভাবে বৃহত্তর চট্টগ্রাম মহানগর কাউন্সিল ও পুরো মহানগরে আরও ১০টি ছোট ছোট সিটি কাউন্সিল গঠিত হতে পারে। যাদের গঠন কাঠামো কার্যাবলী অন্যান্য সেবা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক অর্থায়নে বিশদ কাজ করার প্রয়োজন হবে বলে সুপারিশ মন্তব্য করা হয়।
এমআইএইচএস/