আন্তঃবাহিনী আজান-ক্বিরাত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সেনাবাহিনী

0
1


আন্তঃবাহিনী আজান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় সেনাবাহিনী দল চ্যাম্পিয়ন এবং নৌবাহিনী দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে।

শুক্রবার (১৮ এপ্রিল) ঢাকা সেনানিবাসের ৯০১ সেন্ট্রাল ওয়ার্কশপ-ইএমইর মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে সদর দপ্তর লজিস্টিকস এরিয়ার ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, এ প্রতিযোগিতায় মেজর জেনারেল মোস্তাগাউছুর রহমান খান ও এরিয়া কমান্ডার, লজিস্টিকস এরিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মোট তিনটি দল (সেনা, নৌ ও বিমান) অংশ নেয়। এসময় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সব পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার।

টিটি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।