কুষ্টিয়ায় বিএনপির এক নেতার বাড়িতে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে গুলি ও গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিনগত রাতে উপজেলার উজানগ্রাম ইউনিয়নের সাবেক সভাপতি শামীম টোকেনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে একটি গুলি ও পাঁচটি খোসা উদ্ধার করা হয়েছে।
বিএনপি নেতা শামীম টোকেন বলেন, আমি ঘুমাচ্ছিলাম। মাঝরাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা বাড়ির গেট ধাক্কা দিয়ে খুলতে বলে। আমি গেট না খুললে তারা বেশ কয়েক রাউন্ড গুলি করে হুমকি দিয়ে চলে যায়।
তিনি বলেন, বিএনপি করার কারণে এর আগেও চারবার আমার বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে আমি চরমভাবে নির্যাতিত। এ ঘটনা যারা ঘটাতে পারে এমন কয়েকজনকে সন্দেহ করছি। পুলিশকে তথ্য দিয়েছি। তারা বিষয়টি নিয়ে কাজ করছে।
টোকেনের বোন দৌলত আরা ফেরদৌস লাকি বলেন, রাত ১টা ২০ মিনিটের দিকে আমি ও আমার মেয়ে জেগে ছিলাম। ঢাকায় ছেলের সঙ্গে মোবাইলে কথা শেষ করে বিছানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় গুলি শব্দ শুনতে পাই। চারদিক থেকে তারা আমাদের বাড়ি ঘিরে নিয়েছিল। কাল ওরা আমার ভাইকে মেরেও ফেলতে পারতো। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।।
কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, দল থেকেও খোঁজ খবর নেওয়া হচ্ছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে।
আল-মামুন সাগর/আরএইচ/জিকেএস