আদালতের মালখানা থেকে চুরি যাওয়া টাকাসহ সোনা-রুপা উদ্ধার

0
0


নাটোর আদালতের মালখানা থেকে চুরি যাওয়া ২৪ লাখ টাকা, ১৬ ভরি সোনা এবং ১৯ কেজি রুপা উদ্ধার করেছে পুলিশ। বাকি টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত।

শনিবার (১২ এপ্রিল) নাটোর সার্কিট হাউস এলাকা থেকে মালামালগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার (১১ এপ্রিল) সকালে আদালতের পুলিশ কর্মকর্তারা অফিসে প্রবেশ করে স্টোররুমের তালা ভাঙা দেখতে পান। তারা ঘটনাটি পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। খবর পেয়ে নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইনসহ পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন

জানা গেছে, জানালার গ্রিল কেটে ও স্টোররুমে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ ৬১ লাখ ৩৯ হাজার টাকা ও ১৬ ভরি সোনা এবং ১৯ কেজি রুপা নিয়ে যায় চোরেরা। এর আগে তারা আদালতের আশপাশের সিসিটিভি সংযোগ এবং ভিডিও রেকর্ডারসগুলো বিচ্ছিন্ন করে খুলে নিয়ে যায়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করে পুলিশ। পুলিশের কয়েকটি টিম চুরি যাওয়া মালামাল উদ্ধারে কাজ করছে।

পুলিশ সুপার এসপি মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, পুলিশের হেফাজতে থাকা ছাব্বির নামে এক ব্যক্তির স্বীকারোক্তিতে পুলিশ অভিযান চালিয়ে নাটোর সার্কিট হাউসের প্রাচীরের নিচ থেকে ২৪ লাখ ৬৬ হাজার টাকা, প্রায় ১৬ ভরি সোনা ও ১৯ কেজি রুপা উদ্ধার করে। উদ্ধার হওয়া মালামাল গণনার কাজ চলছে। একই সঙ্গে বাকি টাকা উদ্ধারে কাজ করছে পুলিশ।

রেজাউল করিম রেজা/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।