নববর্ষ উপলেক্ষে কিশোরগঞ্জে জারি গানের আসর

0
1


নববর্ষের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জারি গান। এ গানের আসরকে ঘিরে ভিড় করেন নানা বয়সী উৎসুক মানুষ।

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ জারি গানের আসর বসে। আসরটিতে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বিভিন্ন ঐতিহ্যকে নাচ ও গানের মাধ্যমে তুলে ধরে উপজেলার কুড়তলা গ্রামের জারি গানের দল। উপজেলা প্রশাসন এ আসরের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, বাংলা নববর্ষের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে এ জারি গানের আয়োজন করা হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতির মধ্যে বিনোদনের অন্যতম মাধ্যম জারি গান। তবে আকাশ সংস্কৃতির প্রভাবে দিন দিন হারিয়ে যেতে বসেছে বিনোদনের এই মাধ্যমটি। হারিয়ে যেতে বসা এই মাধ্যমটিকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতেই এ আয়োজন। এতে বর্তমান প্রজন্মের শিশু-কিশোরেরাও জারি গান সম্পর্কে জানতে পারবে।

জারি গানের বয়াতি মো. নজরুল ইসলাম বলেন, আমাদের এ অঞ্চলে আগে জারি গান ছিল বিনোদনের একমাত্র মাধ্যম। প্রতি রাতে কোনো না কোনো গ্রামে জারি গানের আসর বসত। সে আসরে হাজারো মানুষের ভিড় হতো। জারি গানের মাধ্যমে গ্রামাঞ্চলের মানুষ বিনোদন পেতেন। এখন আধুনিকতার ছোঁয়ায় জারি গান হারিয়ে যেতে বসেছে। এরপরও আমরা এ গানকে টিকিয়ে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এসকে রাসেল/এমএন/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।