শিবচরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেলো যুবকের

0
0


মাদারীপুরের শিবচরে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ জাহিদ শিকদার (৪৩) নামের এক ঠিকাদার নিহত হয়েছেন। এতে আরও ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শুম্ভুক ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ শিকদার মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া এলাকার মান্নান শিকদারের ছেলে। তিনি এলজিইডি ও সড়ক বিভাগের ঠিকাদারির কাজ করতেন।

আহতরা হলেন- বরিশালের গৌরনদী উপজেলার গোবরধন এলাকার সবেদ আলী সরদারের ছেলে বাবুল সরদার (৬০), ফজলু বেপারীর ছেলে মো. সাফিন বেপারী (১১), মো. মোস্তফা মিয়ার ছেলে ফয়সাল (১৮), মাদারীপুর শিবচরের সিপাইকান্দি এলাকার বেল্লাল বেপারীর ছেলে নাদিম বেপারী (২০) ও সাহিন (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়িক কাজে শুক্রবার সকালে জাহিদ শিকদার শিবচরে আসেন। কাজ শেষ করে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। শিবচর থেকে মাদারীপুর যাওয়ার পথে বাঁশকান্দি ইউনিয়নের শুম্ভুক ব্রিজের ওপর বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির দুটি মোটরসাইকেলের সঙ্গে জাহিদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহিদ মারা যান। এই ঘটনায় আরও ৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সবাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. জিয়াউর রহমান বলেন, দুর্ঘটনায় আহত ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এছাড়া একজন মারা গেছেন।

শিবচর থানার ওসি (তদন্ত) মো. আশফাকুল ইসলাম বলেন, বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনায় একজন মারা গেছেন। এছাড়াও আহতদের অবস্থা গুরুত্ব হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।