বংশালে অগ্নিকাণ্ডে নিহত ১, ধোঁয়ায় অসুস্থ ৬ জন ঢাকা মেডিকেলে

0
1


রাজধানীর বংশালের নাজিমুদ্দিন রোড এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় আগুন লেগে একজন নিহত হয়েছেন। এসময় আগুনের ধোঁয়ায় ৬ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটি প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নির্বাপণ করে। বেশ কয়েকজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, বংশালের নাজিমুদ্দিন রোডে একটি পাঁচতলা বাসার নিচতলায় আগুন লাগে। আটজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আনা হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্য ছয়জন চিকিৎসাধীন।

কাজী আল আমিন/এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।