সিসিইউতে বিএনপি নেতা বুলু

0
1


বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু শ্বাসকষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে তাকে সোনাইমুড়ী থেকে ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু গ্রামের বাড়ি থেকে আসার পথে রাস্তায় বমি হয়েছে, ব্লাড প্রেশার বৃদ্ধি পেয়েছিল। দ্রুত কুমিল্লার একটি হাসপাতালে নেওয়ার পর ভর্তি করা হয়। তিনি এখন সিসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে বলেও জানান শায়রুল।

জানা গেছে, বরকত উল্লাহ বুলু ঈদুল ফিতরের পরের দিন থেকে নিজ নির্বাচনী এলাকায় টানা বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন। শারীরিকভাবে অসুস্থ থাকার পরও বেশ কয়েকটি রাজনৈতিক-সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। কিন্তু তিনি গত শনিবার দুপুর থেকে জ্বরে আক্রান্ত। রোববার সকাল থেকে তার শ্বাসকষ্টজনিত রোগ প্রকট আকার ধারণ করে। ক্রমাগত শারীরিক অবস্থার অবনতি ঘটে।

কেএইচ/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।