গুজরাটকে মাত্র ১৫৩ রানের লক্ষ্য দিলো হায়দরাবাদ

0
0


সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ দেখলে যে কারো চমকে ওঠার কথা। ট্রাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিক ক্লাসেন, নিতিশ কুমার রেড্ডিদের মত মারকুটে ব্যাটারের সঙ্গে রয়েছে প্যাট কামিন্সের দারুণ নেতৃত্ব।

কিন্তু এবারের আইপিএলের শুরুতে একটি ম্যাচ জিতে যেন খেই হারিয়ে ফেলেছে দলটি। ১টি জয়ের বিপরীতে হেরেছে ৩টিতে। ১০ দলের পয়েন্ট টেবিলেও অবস্থান করছে একেবারে তলানীতে।

নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে আজ হায়দরাবাদ মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্সের। এই ম্যাচেও দলটির ব্যাটাররা খুব একটা ভালো খেলতে পারেনি। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে খুব বড় কোনো ইনিংস খেলতে পারেনি স্বাগতিক ব্যাটাররা। ফলে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৫২ রানে থেমে যেতে হয়েছে তাদের।

সর্বোচ্চ ৩১ রান করেন নিতিশ কুমার রেড্ডি। ২৭ রান করেন হেনরিক ক্লাসেন। ২২ রানে অপরাজিত থাকেন প্যাট কামিন্স। ১৮ রান করেন অভিষেক শর্মা।

গুজরাট টাইটান্সের হয়ে ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন মোহাম্মদ সিরাজ। ২টি করে উইকেট নেন প্রাসি কৃষ্ণা ও সাই কিশোর।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।