ফিরে এলেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা! কোথায় ছিলেন তিনি ? | Jack MA

0
7
Jack MA

দীর্ঘ দু মাস পর জনসম্মুখে ফিরে এলেন ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা এবং এন্ট গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা। বুধবার চীনের বড় বড় উদ্যোক্তারা যুক্ত হন লাইভ স্ট্রিমে। বার্ষিক এই আয়োজনে তারা তুলে ধরেন ভবিষ্যৎ এবং সাফল্য। সেখানেই অন্যান্যদের সাথে যুক্ত হন জ্যাক মা।

বিষয়টি নিশ্চিত করেছে তার প্রতিষ্ঠান এন্ট গ্রুপ। কিছু দিন আগেই আন্তর্জাতিক গণমাধ্যমে খবর আসে নিখোঁজ হয়েছেন এই চীনা ধনকুবের। বলা হয় চীনের অর্থনীতি সহ নানা ইস্যুতে সমালোচনা করেন তিনি। এরপরই তার প্রতিষ্ঠানগুলো নিয়ে তদন্ত শুরু করে দেশটির সরকার। যার পর থেকে জ্যাক মা কে আর কোথাও দেকাহ যায় নি।


আরো পড়ুনঃ