ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটার যানজট

0
1


হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ তীর্থ মহাষ্টমী স্নান উৎসব পালনকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে প্রায় ১৩ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়ছে যানবাহনের চালক ও যাত্রীরা।

শনিবার (৫ এপ্রিল) সকালে মহাসড়কের ঢাকাগামী লেনের কাঁচপুর থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত এমন দৃশ্য দেখা যায়।

জানা গেছে, বন্দরের লাঙ্গলবন্দ এলাকার ব্রহ্মপুত্র নদে মহাষ্টমী স্নান উৎসব উপলক্ষে সনাতন ধর্মের লাখ লাখ পুণ্যার্থীর আগমনের কারণে এই যানজট সৃষ্টি হয়েছে। পুণ্যার্থীরা মহাসড়কের কয়েকটি পয়েন্টে গাড়ি থামিয়ে সড়ক পারাপারের ফলে এ যানজটের কবলে পড়েছে যাত্রী ও চালকরা।

মনির হোসেন নামের এক চাকরিজীবী বলেন, মালিবাগ যাওয়ার জন্য ৩০ মিনিট আগে কাঁচপুর মোড় থেকে বাসে উঠেছি। কিন্তু রাস্তায় এত যানজট যে, বাস এক জায়গায় দাঁড়িয়ে আছে।

শ্যামলী আক্তার নামের আরেক যাত্রী জানান, দীর্ঘক্ষণ বাসে বসে আছি। কতক্ষণ রাস্তার এই অবস্থা থাকবে জানি না।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদকে একাধিকবার ফোন দেওয়া সত্বেও তিনি কল রিসিভ করেননি।

মো. আকাশ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।