অপূর্ব-ফারিণ জুটিকে নিয়ে বঙ্গ-অমির বাজি এবার রোমান্সে

0
0


অনেক ঘটনার কাজ ‘হাউ সুইট’। যখন এটি নির্মাণের ঘোষণা দেন কাজল আরেফিন অমি তখন প্রশ্ন উঠে তিনি কি তবে তার জনপ্রিয় ‘ব্যাচেলয পয়েন্ট’ নাটকের টিম ভেঙে ফেলছেন। কারণ ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মে জুটি হয়েছেন জিউয়াল ফারুক অপূর্ব এবং তাসনিয়া ফারিণ। এরপর এই ফিল্মের শুটিংয়ে ঘটে দুর্ঘটনা। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাও নিতে হয়েছে শিল্পীদের।

শেষমেষ বলা হয় ওয়েব ফিল্মটি মুক্তি পাবে ভালোবাসা দিবসে। তবে জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম বঙ্গ ও অমি জুটির ‘হাউ সুইট’ আসতে চলেছে রোজার ঈদেই। উৎসবেই এ ছবি দিয়ে দর্শক রঙিন করবেন অপূর্ব ও ফারিণ।

বঙ্গর সাথে কাজল আরেফিন অমির প্রতিটি প্রজেক্টই দর্শকদের জন্য নতুন ও আকর্ষণীয় অভিজ্ঞতা নিয়ে হাজির হয়। ‘হাউ সুইট’ ও ব্যতিক্রম হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ওয়েবফিল্মটি নিয়ে দর্শকদের আগ্রহ ইতোমধ্যেই তুঙ্গে। তার কারণ এটাও যে, কমেডির জন্য দর্শকনন্দিত অমি এবার কাজ করছেন রোমান্স নিয়ে। অপূর্ব ও ফারিণ জুটিকে একফ্রেমে বন্দি করে রোমান্সের মুন্সিয়ানা তিনি কতোটা দেখাতে পারেন সেটা দেখার আগ্রহ সবার।

অমির প্রত্যাশা, মিষ্টি প্রেম, কমেডি ও অপ্রত্যাশিত টুইস্টে ভরপুর এই গল্প দীর্ঘদিনের জন্য দর্শকমনে জায়গা করে নেবে।

হাউ সুইটের গল্প আবর্তিত হয় শখের ফটোগ্রাফার আদনানকে ঘিরে। সুইটি নামের এক পালিয়ে আসা কনের সাথে দেখা হওয়ার পর যার জীবন হঠাৎ এক নাটকীয় মোড় নেয়। সুইটির কারণে দুর্ঘটনাবশত আদনানের শখের ক্যামেরাটি নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনা থেকেই শুরু হয় দারুণ কিছু। ক্যামেরা হারিয়ে ক্ষুব্ধ আদনান ক্ষতিপূরণের জন্য সুইটির পেছনে ছোটে। শুরু হয় একের পর এক অপ্রত্যাশিত ঘটনা।

এরইমধ্যে পুরোদমে চলছে ‘হাউ সুইটে’র প্রচারণা। দর্শকরা ২৫ টাকায় প্রি-বুক করে হাউ সুইট দেখতে পারবেন। এছাড়াও ৫০ জন দর্শক পাবেন হাউ সুইট এর গ্র্যান্ড প্রিমিয়ারে অংশগ্রহণের সুযোগ, যেখানে তারা কলাকুশলীদের সাথে বসে ওয়েবফিল্মটি দেখতে পারবেন।

এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।