কাগজে-কলমে এক নম্বর মোহামেডান এখন ৬ নম্বরে!

0
0


দুই রাউন্ড না যেতেই ১১ দলের সবার অন্তত এক হার আর তৃতীয় পর্বে গিয়ে একমাত্র অপরাজিত দলের জয়রথ থামা; ঢাকার ক্লাব ক্রিকেটে এমন চিত্র কে দেখেছে কবে?

৭০ দশক থেকে ঢাকাই ক্লাব ক্রিকেট নিয়মিত দেখা ও খোঁজখবর রাখা অনেকেই মনে করতে পারছেন না এমন শেষ কবে হয়েছে? তিন ম্যাচ শেষ হতেই ১২ প্রতিযোগী দলের সবার অন্তত এক ম্যাচে হারও যে প্রায় বিরল ঘটনা। এবার সেই বিরল ঘটনাই ঘটেছে।

তৃতীয় রাউন্ড শেষে আর কেউ অপরাজিত থাকতে পারেনি। সবাই একবার করে হলেও হারের স্বাদ নিয়েছে। এতে করে লড়াই জমে উঠেছে দারুণভাবে।

প্রিমিয়ার লিগ ‘লিস্ট-এ’ স্ট্যাটাস পাওয়ার পর এমন প্রতিদ্বন্দ্বিতা আর হয়নি। স্বাধীনতার পর ঢাকার ক্লাব ক্রিকেটের মূল আসর সিনিয়র ডিভিশন ক্লাব ক্রিকেট লিগে আগে এমন প্রতিদ্বন্দ্বিতা হয়েছে কিনা সন্দেহ। ধরেই নেওয়া হচ্ছে, ঢাকার ক্লাব ক্রিকেটে আগে কখনো এমন ঘটনা ঘটেনি।

কাগজে কলমে এক নম্বর দল মোহামেডান, গত লিগের চ্যাম্পিয়ন আবাহনী, অন্যতম সমৃদ্ধ দল প্রাইম ব্যাংক মৌসুম শুরুই করেছে হার দিয়ে। প্রথম ম্যাচে মোহামেডান হেরেছে নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের কাছে। আবাহনীকে হারিয়েছে অফিসপাড়ার অগ্রণী ব্যাংক, প্রাইম ব্যাংককে শুরুতে পরাজয়ের তেতো স্বাদ দিয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব।

তিন রাউন্ড শেষে সমান দুই জয় আর একটি করে পরাজয়ে ৭ দলের পয়েন্ট সমান ৪ করে। দল ৭টি হলো- লিজেন্ডস অব রূপগঞ্জ (নেট রানরেট ৩.২৫২), প্রাইম ব্যাংক (১.৯০৪), আবাহনী লিমিটেড (১.০৪২), গাজী গ্রুপ ক্রিকেটার্স (০.৩০৮), অগ্রণী ব্যাংক (০.১২৪), মোহামেডান (০.০৫৮) ও ধানমন্ডি স্পোর্টস ক্লাব (-০.৯৫০)।

এই ৭ দলের ঠিক পিছনেই সমান ৩ ম্যাচে একটি করে জয় নিয়ে ২ পয়েন্ট পেয়েছে আরও ৪ দল- গুলশান ক্রিকেট ক্লাব (-০.৪২৬), পারটেক্স স্পোর্টিং ক্লাব (-০.৮২৩), শাইনপুকুর ক্রিকেট ক্লাব (-১,০৬১ ) ও ব্রাদার্স ইউনিয়ন (-১.১৫৬ )। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব হলো একমাত্র দল, যারা এখনো কোনো ম্যাচ জিতেনি। ৩ ম্যাচ হেরে সংগ্রহের ভাণ্ডার শূন্য।

মজার তথ্য হলো, জয়-পরাজয় সমান হলেও প্রথম ম্যাচে গুলশানের কাছে বড় ব্যবধানে হারের কারণে মোহামেডানের রানরেট কমে গেছে অনেকটা। তাই তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দীন, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, এবাদত হোসেনকে নিয়ে গড়া কাগজে কলমের এক নম্বর দল মোহামেডান এখন লিগ টেবিলে ৬ নম্বর। অগ্রণী ব্যাংক, গাজী গ্রুপ, আবাহনী, প্রাইম ব্যাংক ও লিজেন্ডস অব রূপগঞ্জ নেট রানরেটে মোহামেডানের ওপরে।

এখন দেখা যাক, রবিন লিগ শেষে সুপার লিগে ওঠে কোনো ৬ দল।

এআরবি/এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।