চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতাকর্মী আটক

0
0


জামালপুর সদর উপজেলায় ওষুধ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে বিএনপির তিন নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী।

শুক্রবার (৭ মার্চ) রাত ১০টার দিকে হাজীপুর বাজারের সিএনজি স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মেষ্টা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও কালিদহের পাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে ফরমান হোসেন (৪২), ফকিরপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে ইউনিয়ন শ্রমিক দলের সদস্য পলাশ মিয়া (৪৪) ও একই এলাকার মইন উদ্দিনের ছেলে ইউনিয়ন বিএনপির কর্মী সিরাজ।

পুলিশ ও স্থানীয়রা জানান, হাজীপুর বাজারে ওষুধ ব্যবসায়ী সেলিম আবেদীনের কাছে তারা চাঁদা দাবি করেন। পরবর্তীতে সেলিমের অভিযোগের প্রেক্ষিতে যৌথবাহিনী ওই তিনজনকে আটক করে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, চাঁদাবাজির অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।