মৌলভীবাজার ও হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন (৬৪) করোনায় আক্রান্ত হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি হলে পরে ।
শারীরিক অবস্থার উন্নতি না হলে শনিবার সন্ধ্যার দিকে তাকে সদর হাসপাতাল হতে এম্বুলেন্স যোগে সড়ক পথে ঢাকা পিজি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় এম্বুলেন্স এর মাধ্যমে সড়ক পথে নিয়ে যাওয়া হয় ।নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে স্থানীয় সূত্রে ।
সৈয়দা জোহরা আলাউদ্দিন এর ছোট ভাই সৈয়দ কবিরুল ইসলাম তার বোনের জন্য সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ।