দিনাজপুর দিয়ে ভারতের পণ্যবাহী ট্রেন চলাচল শুরু

0
0


নয় মাস পর দিনাজপুর রেলপথ দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্য পণ্যবাহী ট্রেন চলাচল শুরু করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জেলার বিরল রেল স্টেশন মাস্টার মো. রায়হানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৮টায় ভারতের উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর রেলওয়ে স্টেশন থেকে বিরল স্থল সীমান্ত হয়ে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। ভারতের পণ্যবাহী ট্রেনটি বৃহস্পতিবার রাতে রাধিকাপুর রেলস্টেশন থেকে ছেড়ে এসে রাত ৯টার বিরল রেলওয়ে স্টেশনে পৌঁছেছে।

কাস্টমস ও ভ্যাট এক্সাইসেজ সূত্র জানায়, গত ২৪ মে সর্বশেষ ভারত থেকে মালামাল নিয়ে একটি ট্রেন এ পথ দিয়ে বিরল রেল স্টেশনে আসে। এরপর ১৯ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার বিকেলে এ ট্রেনটি ভারতের রাধিকাপুর রেলওয়ে স্টেশন দিয়ে বিরল ইমিগ্রেশন হয়ে বিরল রেল স্টেশনে এসে পৌঁছে। কাস্টমস ও ইমিগ্রেশন এর যাবতীয় কার্যক্রম সম্পন্ন শেষে রাতে ট্রেনটি বিরল রেল স্টেশনে পৌঁছায়। ৪৬টি ওয়াগনে চীনা মাটির ডাস্ট (টাইলসের কাঁচামাল) আমদানি করা হয়েছে।

ভারত-বাংলাদেশের মধ্যে পশ্চিমবঙ্গ হয়ে রেলপথে পণ্য আমদানি ও রপ্তানির তিনটি রুট ব্যবহার করা হয়। এরমধ্যে রাধিকাপুর-বিরল, গেদে-দর্শনা, পেট্রাপোল ও বেনাপোল এ তিন পথে আমদানি-রপ্তানি কার্যক্রম চলে। এরমধ্যে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে পেট্রাপোল-বেনাপোল বন্দর হয়ে প্রথম রেলপথে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। ভারতীয় রেলের তথ্য অনুযায়ী রেলপথে পণ্য আদান-প্রদান পুনরায় শুরু হওয়ার পর ভারত থেকে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার টন পণ্য বাংলাদেশে এসেছে।

এমদাদুল হক মিলন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।