উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্র্যাটের সাথে আওয়ামীলীগ নেতার কথা কাটাকাটি

0
8
উচ্ছেদ অভিযান

রাজধানীর আগারগাঁঅ থেকে শিশুমেলা পর্যন্ত ফুটপাতের জায়গা দখল করে গড়ে উঠা পবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় গুঁড়িয়ে দেয়া হয়েছে রাজনৈতিক কার্যালয়সহ ৭০টি স্থাপনা।

উচ্ছেদ থেকে ছাড় পায় নি ফুটপাতের জায়গা দখল করা বেশ কয়েকটি সরকারি হাসপাতালের ফটক ও সীমানা প্রাচীরও। তবে আদালতের নিষেধাজ্ঞা থাকায় উচ্ছেদ করা যায় নি বেশ কয়েকটি অবৈধ যাত্রী ছাউনি ও তার মধ্যে থাকা ঔষুধের দোকান।

এ সময় শিশু হাসপাতালের সামনে ফুটপাত দখল করা শেরে বাংলা নগর থানা আওয়ামীলীগের একটি অফিস ও তাদের দখলে থাকা দুটি ফার্মেসী উচ্ছেদ করতে গেল কয়েকজন নেতার সাথে ম্যাজিস্ট্র্যাটের সাথে কথা কাটাকাটি হয়। পরে ৩০ মিনিট সময় দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় আওয়ামীলীগের অফিসসহ আশপাশের অবোইধ স্থাপনাও।

ম্যাজিস্ট্র্যাট জানান, দখলদারদের কাছ থেকে সরকারি জায়গা উদ্ধার করে রাস্তা ও ফুটপাত প্রশস্ত করা হবে।