সৌদি আরবের কার্বনমুক্ত শহর থাকবে না কোন গাড়ি | Saudi New City

0
8

সৌদি আরবের সীমান্তবর্তী শহর নিওমকে কার্বনমুক্ত অত্যাধুনিক নগর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সৌদি আরব । কার্বণ নির্গমনের জন্য এই শহরে থাকছে না । কোন গাড়ি । দ্য লাইন নামের এই শহরের ব্যাপ্তি হবে ১ শ ৭০ কিলোমিটার । প্রকল্প । বাস্তবায়নে ২০ হাজার কোটি মার্কিন ডলার ব্যয় হতে পারে ।

আস্ত এক শহর , যেখানে কোনো পরিবেশ দূষণ নেই । একুশ শতকে দাঁড়িয়ে এমনটা ভাবাই যায় না । তবে রোববার সৌদি আরব যে নতুন শহরের নকশা দেখিয়েছে , তাতে এই অসম্ভবকে সম্ভব করার কথা বলা হয়েছে ।

নির্মাণ পরিকল্পনার কথা জানিয়েছেন ,  সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ।  ইতিহাস ও সভ্যতার ক্রমধারায় একসময় শিল্পবিপ্লব দেখেছে বিশ্ব , তখন আমরা দেখলাম শহর নিয়ন্ত্রণে গাড়ি  , কলকারখানা ও যন্ত্রপাতির আধিপত্য।এই আধিপত্য ২০২৫ সালের মধ্যে দ্বিগুণ হবে । তবে সময় এসেছে আগামীর শহরের ধারণা পাল্টে দেওয়ার । লোহিত সাগরের কোল ঘেঁষে ২৬ হাজার ৫ শ বর্গকিলোমিটার এলাকার উন্নয়নের পরিকল্পনা সৌদি সরকারের ।

বিভিন্ন এলাকায় বিভক্ত এসব অঞ্চলের একটি দ্য লাইন । লোহিত সাগরের ধারে জিরো এমিশন বা সম্পূর্ণ দূষণহীন এই শহর তৈরির কাজ শুরু হবে এ বছরের প্রথম অর্ধে । কাজ শেষ হতে সময় লাগবে প্রায় ১০ বছর ।পুরো পরিকল্পনা বাস্তবায়নে ৫০ হাজার কোটি মার্কিন ডলার সহায়তা দেবে দেশটির সরকার । ১ শ ৭০ কিলোমিটার শহর পরিচালিত হবে শতভাগ পরিবেশবান্ধব জ্বালানি দিয়ে ।

গুরুত্বপূর্ণ বিষয় হলো , এই শহরে কোনো গাড়ি চলবে না । কার্বন নিঃসরণ হয় , এমন কোনো জিনিস রাখা হবে না । কিন্তু তাই বলে শহরটি বিজ্ঞান এবং প্রযুক্তিতে পিছিয়ে থাকবে না । বরং আরো অত্যাধুনিক হবে । মূলত বিজনেস বা বাণিজ্য হাব হিসেবে গড়ে তোলা হবে এই শহর।