ট্রাফিকে ১ হাজার ছাত্রকে নিয়োগের প্রস্তাব পাঠানো হয়েছে

0
1


ছাত্র আন্দোলনে অংশ নেওয়াদের মধ্য থেকে এক হাজার জনকে ট্রাফিকে নিয়োগ দেওয়ার ব্যাপারে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, আমরা এরইমধ্যে আলোচনা করেছি, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানে আহতদের মধ্যে প্রথমদিকে একশ জনকে নিয়োগ দেবো। পর্যায়ক্রমে আরও নিয়োগ দেওয়া হবে।
একই সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনায় লোকবল সংকট এবং এই ক্ষেত্রে শিক্ষার্থীরা ভালো করায় এক হাজার জনকে নিয়োগ দেওয়ার কথা জানান তিনি। পর্যায়ক্রমে আরও নিয়োগ দেওয়া হবে। তারা যেহেতু পড়াশোনার পাশাপাশি দায়িত্ব পালন করবে তাই তাদের সম্মানী দেওয়া হবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

এসইউজে/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।