সাবেক এমপি কাজিম উদ্দিন ধনু ঢাকায় গ্রেফতার

0
0


ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ওরফে ধনুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় রুজুকৃত একটি হত্যা মামলায় সাবেক এমপি ধনুকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই দুপুরের দিকে যাত্রাবাড়ী থানাধীন উত্তর কুতুবখালী বউবাজার রোডে মাদরাসার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মোহাম্মদ আরিফ (১৮) গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় ২৪৩ জনের নামোল্লেখ করে একটি মামলা করেন। গ্রেফতার কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এ মামলার ১৪ নম্বর এজাহারভুক্ত আসামি।

ডিসি তালেবুর রহমান আরও জানান, গ্রেফতার কাজিম উদ্দিন আহম্মেদ ধনু বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হামলার ঘটনায় দায়ের করা চারটি মামলার এজাহারভুক্ত আসামি। যাত্রাবাড়ী থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজধানীর আফতাবনগর এলাকা থেকে বুধবার দিনগত রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করে।

টিটি/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।