বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে নৈশভোজ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে বিএনপির এই নেতার বাসায় এ নৈশভোজের আয়োজন করা হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, আব্দুল মঈন খানের বাসায় সন্ধ্যা সাড়ে ৭টায় নৈশভোজে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও দূতাবাসের উপ রাষ্ট্রদূত এবং রাজনৈতিক প্রধান কর্মকর্তারা।
কেএইচ/এমআইএইচএস
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।