বাণিজ্য মেলার কাজে ‘সুবিধাভোগী-বিতর্কিত’ প্রতিষ্ঠান

0
1


২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজনে বিগত আওয়ামী লীগ সরকারের অনুগত সুবিধাভোগী বিতর্কিত প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রধান উপদেষ্টার দপ্তরে এ নিয়ে লিখিত অভিযোগও জমা পড়েছে।

লিখিত অভিযোগের একটি কপি জাগো নিউজের হাতে এসেছে। এতে বলা হয়েছে, গত ৬ নভেম্বর বাণিজ্য মেলা আয়োজনে ১৪টি লটে দরপত্র আহ্বান করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন লটে দরপত্র জমা দেয়। কিছু লটে বিগত ফ্যাসিস্ট সরকারের অনুগত পদধারী প্রতিষ্ঠান এফ ফাইভ ও ই থ্রি দুটি লটের কাজ পেয়েছে। এফ ফাইভ লট নম্বর ২ এবং ই থ্রি লট নম্বর ৩-এর কাজ পেয়েছে।

অভিযোগে আরও বলা হয়, এ দুটি প্রতিষ্ঠান বিগত সরকারের আমলে প্রভাব বিস্তার করে একচেটিয়া সব ইভেন্টের কাজ বাগিয়ে নিয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের সময় তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের মাধ্যমে আন্দোলনকে ভিন্নখাতে নেওয়ার জন্য ফেসবুক ও ইউটিউবে বুস্টিংয়ের সরকারি কাজও পেয়েছিল। প্রতিষ্ঠানটির কর্ণধাররা আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হাফিজুর রহমান লিকু ও সাবেক ছাত্রলীগ নেতা জাকির-সোহাগের ছত্র-ছায়ায় সরকারের বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ বাগিয়ে নেন।

আরও পড়ুন:

লিখিত অভিযোগে বলা হয়েছে, এফ ফাইভ কমিউনিকেশন নামক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান স্বৈরাচার সরকারের নেতাদের কালো টাকা সাদা করার একটি প্রতিষ্ঠান। দরপত্রের শর্তানুযায়ী পূর্ববর্তী অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও গত বছরের বাণিজ্য মেলার কাজ দেওয়া হয়েছিল এ প্রতিষ্ঠানটিকে। তাছাড়া মডেল মসজিদ উদ্বোধনের কাজও বাগিয়ে নেয় চক্রটি।

ব্ল্যান্ড সল্যুশন, শো-কম, মইন্ডডোর এন্টারটেইনমেন্ট, ইভেন্টকম, আনবক্স কমিউনিকেশন, আইকন বাংলাদেশ, ড্রিম টাচ, টাটল, পল্লী বাংলা ও ক্ষেত্রফল নামের প্রতিষ্ঠানগুলো এ অভিযোগ করেছে। তারা অভিযোগের কপি রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব বরাবরও পাঠিয়েছেন।

এএএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।