ঢাকা সাংবাদিক গৃহসংস্থান সমবায় সমিতির সভাপতি আউয়াল সম্পাদক ইউসুফ

0
0


ঢাকা সাংবাদিক গৃহসংস্থান সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবদুল আউয়াল ঠাকুর। এছাড়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গাজী মো. ইউসুফ।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির ভোটগ্রহণ হয়। নির্বাচনে আউয়াল ঠাকুর-গাজী ইউসুফ পরিষদ ও আমিনুল হক-সায়াদাত হোসেন পরিষদ অংশ নেয়।

নির্বাচনে কর্মকর্তা পদে পাঁচটি ও নির্বাহী সদস্য পদে সাতটির মধ্যে আউয়াল ঠাকুর-গাজী ইউসুফ পরিষদ থেকে ছয়জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন, সভাপতি পদে আবদুল আউয়াল ঠাকুর, সহ-সভাপতি পদে এনায়েত হোসেন খান, সাধারণ সম্পাদক পদে গাজী মো. ইউসুফ, যুগ্ম সম্পাদক পদে মো. আবুল হাশেম মজুমদার, নির্বাহী সদস্য পদে মো. শাহাজাহান মজুমদার ও আতিকুজ্জামান খান।

এছাড়া, আমিনুল হক-সায়াদাত হোসেন পরিষদ থেকে কোষাধ্যক্ষ পদে রফিকউদ্দিন, নির্বাহী সদস্য পদে সাবিয়া খন্দকার, হাসিনা আকতার, ইমতিয়াজ চৌধুরী গালিব, আবদুল হাদি ও মঈন উদ্দিন নির্বাচিত হয়েছেন।

কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।