আওয়ামী লীগকে কবর দিতে চাই: খায়ের

0
1


বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আমরা রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে কবর দিতে চাই। জনগণের কাছে তাদের (আওয়ামী লীগ) কোনো দায়বদ্ধতা নেই। বাংলাদেশকে বাঁচাতে হলে বিএনপির কোনো বিকল্প নেই। দেশের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে হলে বিএনপিকেই আগামীতে ক্ষমতায় আনতে হবে।

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের চররুহিতার কাঞ্চনী বাজারে বিএনপির সদস্য ফরম বিতরণ ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাবেশে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সিরাজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, ইউনিয়ন বিএনপির সভাপতি নুর হোসেন আরজু চৌধুরী, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম স্বপন, মহিলা নেত্রী বিনা আক্তার ও আনজুমা বেগম।

কাজল কায়েস/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।