ফেনী নদী থেকে বালু উত্তোলনের সময় ৩৭ ড্রেজারসহ আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১ ডিসেম্বর) দুপুরে জেলার ছাগলনাইয়া উপজেলার সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে এসব ড্রেজার জব্দ করা হয়।
বিজিবি জানায়, উপজেলার সোনাপুর এলাকায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের ৩৭ মেশিন ও আনুষঙ্গিক সরঞ্জামাদি জব্দ করা হয়। মেশিনগুলোর মধ্যে ৩৩ ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে রয়েছে। এর আনুমানিক সিজারমূল্য ২৯ লাখ ৭০ হাজার টাকা ও চারটি মেশিন ও আনুষঙ্গিক সরমঞ্জামাদি টাস্কফোর্স দল ঘটনাস্থলে ধ্বংস করেছে। অভিযানে বাঁধা প্রদান করার চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকার মো. ছুট্টু মিয়ার ছেলে মো. শাহাদাত হোসেনকে (৩৫) আটক করে জোরারগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
অভিযানে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবল চাকমা ও সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ, ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন উপস্থিত ছিলেন।
ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/জিকেএস