নারায়ণগঞ্জ ডিসি অফিসের সামনে শেখ মুজিবের ভাস্কর্য ভাঙচুর

0
1


নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে দেওয়া হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস)’র নেতাকর্মীরা ভাস্কর্য ভেঙে দেন।

একই সময় জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে থাকা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়। বিষয়টি স্বীকার করেছেন জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি।

এ বিষয়ে আনিসুল ইসলাম সানি বলেন, সারাদেশেই শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণ করা হয়েছে। নারায়ণগঞ্জে ছাত্রজনতা বিভিন্ন স্থানে ভাস্কর্য ভেঙে দিয়েছে। কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ঢেকে রাখা হয়েছিল। আমরা ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে এ ভাস্কর্য অপসারণ করার আল্টিমেটাম দিয়েছিলাম। তবুও তারা অপসারণ করেনি। সে কারণে আজ আমাদের নেতাকর্মীরা ভাস্কর্য ভেঙে দিয়েছে।

তিনি আরও বলেন, আমরা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদের আশ্বস্ত করেছিলেন। কিন্তু প্রায় ১৫ দিন অতিবাহিত হলেও তারা সেটি করেননি। আজ ভাস্কর্য ভাঙার পাশাপাশি শেখ মুজিবের প্রতিকৃতি কালো কালি দিয়ে ঢেকে দিয়েছি। শুধু জেলা প্রশাসক কার্যালয় না, আরও কয়েকটি জায়গায় এখনো মূর্তি আছে, সেগুলোও আমরা ভেঙে দেবো।

এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মোবাশ্বির শ্রাবণ/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।