সাতক্ষীরায় বিনামূল্যে লবণাক্ততা সহনশীল জাতের বীজ বিতরণ

0
1


সাতক্ষীরার উপকূলীয় এলাকায় উন্নতজাতের ফসল চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মধ্যে বিনামূল্যে লবণাক্ততা সহনশীল বিভিন্ন জাতের ফসলের বীজ বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সাতক্ষীরা উপকেন্দ্রে এ মতবিনিময় সভা ও বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বৈজ্ঞানিক কর্মকর্তা মিলন কবীরের সঞ্চালনায় বিনা উপকেন্দ্র সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রনালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আবু জুবাইর হোসেন বাবলু।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফ, ব্রি সাতক্ষীরার সিএসও ও প্রধান ড. মো. সাজ্জাদুর রহমান, বারি খুলনার এসএসও ও প্রধান মো. কামরুল ইসলাম, বারী সাতক্ষীরার এসএসও ও প্রধান ড. শিমুল মণ্ডল প্রমুখ।

এসময় অতিরিক্ত সচিব মো. আবু জুবাইর হোসেন বাবলু বলেন, আমরা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হতে চাই। এজন্য উন্নত জাতের ফসল উৎপাদনে কাজ করছে কৃষি বিভাগ। উপকূলীয় এলাকায় বিভিন্ন ফসল চাষাবাদের লক্ষ্যে গবেষণা কার্যক্রম অব্যাহত রয়েছে। ফসল চাষ বৃদ্ধির জন্য কৃষকদের বিনামূল্যে উন্নত জাতের ফসলের বীজ বিতরণ করা হচ্ছে।

মতবিনিময় সভা শেষে ৫০ জন কৃষকের মাছে বিনামূল্য বিনা উদ্ভাবিত ধান, সরিষা, মুগডালসহ বিভিন্ন জাতের ফসলের বীজ প্রদান করা হয়।

আহসানুর রহমান রাজীব/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।