চট্টগ্রামে বন্দুকসহ থানা লুটপাট মামলার আসামি গ্রেফতার

0
0


চট্টগ্রামে দোনলা বন্দুকসহ মো. পারভেজ (২৮) নামে থানা লুটপাট মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে নগরীর পাহাড়তলী থানাধীন সিগন্যাল এলাকা থেকে গ্রেফতার করে থানা পুলিশ।

পরে তার স্বীকারোক্তি মোতাবেক শনিবার (২৩ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে পাহাড়তলী থানাধীন হাজী ক্যাম্প এলাকা থেকে বন্দুকটি উদ্ধার করা হয়।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার পারভেজ ৫ আগস্ট থানা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পারভেজ জানায়, তার নিকট একটি অবৈধ অস্ত্র আছে। ওই অস্ত্রটি সে পাহাড়তলী থানাধীন হাজীক্যাম্পের ভেতরে আক্কেল আলী মিস্ত্রীর বাড়ি পিছনে পরিত্যক্ত ভবনের পাশে মাটির নিচে কালো রঙের পলিথিনে মুড়িয়ে লুকিয়ে রেখেছে।

রাতে তার দেওয়া তথ্য অনুযায়ী স্থানীয় লোকজনের উপস্থিতিতে দোনলা বন্দুকটি উদ্ধার করা হয়। গ্রেফতার পারভেজের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

মডিআইএইচ/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।