বাংলাদেশে ডিএপি ও পটাশ সার রপ্তানি করতে চায় রাশিয়া

0
0


বাংলাদেশে ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট) ও পটাশ (মিউরেট অব পটাশ) সার রপ্তানি করতে চায় রাশিয়া। প্রাথমিকভাবে ৪০ হাজার টন ডিএপি ও ৩০ হাজার টন পর্যন্ত পটাশ সার রপ্তানির বিষয়ে আগ্রহের কথা জানিয়েছে দেশটি।

বুধবার (২০ নভেম্বর) কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মন্টিটস্কি। এ সময় তিনি এ প্রস্তাব দেন।

সাক্ষাৎকালে দুই দেশের কৃষি উৎপাদন, কৃষি পণ্য রপ্তানি ও সার বিষয়ে আলোচনা হয়। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের কৃষি খাতে অগ্রগতির প্রশংসা করেন। দেশের কৃষিখাতে রাশিয়ার সহযোগিতা বিশেষ করে সার রপ্তানির বিষয়ে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

আরও পড়ুন

রাষ্ট্রদূত রাশিয়ায় উৎপাদিত বিভিন্ন সার বিশেষ করে ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট) ও পটাশ (মিউরেট অব পটাশ) সার রপ্তানির প্রস্তাব দেন। কৃষি উপদেষ্টা সার রপ্তানির এ প্রস্তাব স্বাগত জানান। উপদেষ্টা সাশ্রয়ী মূল্যে স্বল্প সময়ে উন্নতমানের সার সরবরাহকারী দেশের সঙ্গে জিটুজি পদ্ধতিতে আমদানির বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান।

কৃষি উপদেষ্টা দেশের বিভিন্ন মৌসুমি ফল বিশেষ করে কাঁঠাল আমদানির জন্য রাশিয়ার রাষ্ট্রদূতকে বলেন।

সাক্ষাৎকালে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, মন্ত্রণালয় ও রাশিয়ান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএইচ/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।