ফিরতি লেগে নেদারল্যান্ডসকে রুখে দিলো বসনিয়া

0
0


উয়েফা নেশনস লিগের প্রথম লেগে নেদারল্যান্ডসের কাছে ৫-২ ব্যবধানে হেরেছিল বসনিয়া ও হার্জেগোভিনা। ফিরতি লেগে ঘুরে দাঁড়িয়েছে তারা। এবার ঘরের মাঠে ডাচদের কাছ থেকে এক পয়েন্ট আদায় করে নিয়েছে দলটি। ড্র করেছে ১-১ গোলে।

গ্রুপ এ-৩ এ মঙ্গলবার রাতে দ্বিতীয় পয়েন্ট পেল বসনিয়া। গ্রুপপর্বে আরও একটি ম্যাচে ড্র করেছিল দলটি। ৬ ম্যাচের বাকি ৪টিতেই হেরেছে বসনিয়া। গতকালের আগের ম্যাচে জার্মানির কাছে হেরেছে ৭-০ ব্যবধানে। নেশনস লিগের ইতিহাসে যা সবচেয়ে বড় হার।

অন্যদিকে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রেখেছে নেদারল্যান্ডস। যে কারণে মঙ্গলবারের ম্যাচটি ডাচদের জন্য ছিল নিয়মরক্ষার।এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে পা ফেলেছে জার্মানি। রানার্সআপ হয়ে কোয়ার্টারে জায়গা নিয়েছে ডাচরা।

২৪ মিনিটে ব্রিয়ান ব্রোভলির গোলে ১-০ তে এগিয়ে যায় নেদারল্যান্ডস। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি তার প্রথম গোল। বসনিয়াকে গোলটি শোধ করতে অপেক্ষা করতে হয় ৬৭ মিনিট পর্যন্ত। গোল করেন এমেডিন ডেমিরোভিক। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় এক পয়েন্ট পায় বসনিয়া।

নেদারল্যান্ডসের কাছ থেকে এক পয়েন্ট নিতে পারায় কিছুটা হলেও স্বস্তিতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পেরেছেন বসনিয়ার অভিজ্ঞ তারকা এডিন জিকো। ক্যারিয়ারে ১৩৯ ম্যাচে ৬৭ গোল করেছেন বসনিয়ার সদ্যবিদায়ী অধিনায়ক।

৬ ম্যাচের নেদারল্যান্ডসের পয়েন্ট ৯। সমান ম্যাচে বসনিয়ার পয়েন্ট ২।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।