ঢাকা ও কুমিল্লা জেলাসহ তিন পুলিশ সুপারকে বদলি

0
0


ঢাকা ও কুমিল্লা জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দুজনকে বদলি করা হয়েছে। এছাড়া বিশেষ শাখায় (এসবি) একজনকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের সই করেন উপসচিব আবু সাঈদ।

প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে ঢাকা জেলায়, গাজীপুর মহানগীর উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে কুমিল্লা জেলায় এবং মো. মনিরুজ্জামানকে এসবিতে বদলি করা হয়েছে।

টিটি/জেএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।