মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলার পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য ওয়ান স্টপ সার্ভিস শুরু করেছে এবং এই অনুষ্টানে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে।মৌলভীবাজার জেলার বর্তমান পুলিশ সুপার ফারুক আহমদ বৃহস্পতিবার দুপুর বেলা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ফর পুলিশ ক্লিয়ারেন্স’ এর উদ্বোধন করেন ।
তিনি অনুষ্ঠানে বক্তব্যে বলেন, আবেদনকারীদের ক্লিয়ারেন্স এর কাজ তা সমপন্ন হবে মাত্র ২ দিনের মধ্যে এ সার্ভিস চালু হবার কারণে। ফলে দেশের নাগরিকরা, প্রবাসী বাংলাদেশী নাগরিকরা, এবং স্বদেশী/বিদেশি যারা বাংলাদেশে অবস্থানরত আছেন এই ওয়ান স্টপ সার্ভিস এর মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট ও ভেরিফিকেশন সেবা সহজেই অতি দ্রুত পাবেন।
কিন্তু এ সুবিধা পাবার জন্য প্রত্যেকেই অনলাইনে আরজি করতে হবে ।এ সময় উপস্থিত ছিলেন , অতিরিক্ত পুলিশ সুপার মৌলভীবাজার সদর সার্কেলের (প্রশাসন) আরিফুল ইসলাম।